মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হিন্দু জ্যোতিষীর পরামর্শেই নাম বদলেছিলেন এ আর রহমান!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম

উপ মহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমান। সঙ্গীত চর্চার পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও কম কাব্যিক নয়। এর আর রহমানের আসল নাম ছিল 'দিলীপ কুমার'। জানা যায় তাঁর জন্মসূত্রে পাওয়া হিন্দু নাম 'দিলীপ কুমার' পছন্দ করতেন না তিনি। কারণ তিনি তাঁর আধ্যাত্মিকতার পথে এবং ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

বাবার মৃত্যুর পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁর এই নতুন পরিচয়কে আরও দৃঢ় করার জন্য একটি নতুন নাম বেছে নেন। এক হিন্দু জ্যোতিষীই তাঁকে ‘রহমান’ নাম রাখার পরামর্শ দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে নিজেই জানান এআর রহমান।

বাবার মৃত্যুর পর থেকে আধ্যাত্মিকতায় মন দেন এআর রহমান। জন্মসূত্রে পাওয়া নামের সঙ্গে কোনও দিনই নাকি তিনি যোগস্থাপন করতে পারেননি। সাক্ষাৎকারে সুরকার বলেছিলেন, সত্যিটা হল, আমি জীবনেও আমার নামটা পছন্দ করিনি। ‘দিলীপ কুমার’ নামের প্রতি আমার কোনও অশ্রদ্ধা নেই। কিন্তু আমার ভাবমূর্তির সঙ্গে এই নাম যায় না।’

রহমান জানিয়েছেন, তাঁর বোনের বিয়ের জন্য আলোচনা করতে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তাঁর মা। সঙ্গে গিয়েছিলেন রহমান নিজেও। তখনও ধর্মান্তর করেননি তাঁরা। নিজের নাম বদলে ফেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রহমান। ধর্ম পরিবর্তনের কথাও নিজেই জানিয়েছিলেন তিনি। তখন সেই জ্যোতিষী তাঁকে ‘আবদুল রহমান’ ও ‘আবদুল রহিম’ এই দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন।

রহমানের কথায়, ‘আমার রহমান নামটা পছন্দ হয়। ওটাই বেছে নিই। একজন হিন্দু জ্যোতিষীই কিন্তু আমাকে এই মুসলিম নাম দিয়েছিলেন। মা বলেন আমার ‘আল্লারাখা’ নামটি রাখা উচিত। এ ভাবেই আমি এআর রহমান হয়ে উঠি।’ এভাবেই এ এস দিলীপ কুমার থেকে ওরফে আবদুল রহমান ওরফে আল্লা রাখা রহমান ওরফে এ আর রহমানের পর্যায়ক্রমিক নামান্তর ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল