
		বর্তমান সময়ের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন, তুলে ধরেন নিজেকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। আর তা নিয়েই তোলপাড় নেটদুনিয়া। খোলামেলা ভঙ্গিতে ধরা দিয়েছেন সুনেরাহ, আর সেই ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। নতুন ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সূর্যের উষ্ণতা উপভোগ করছি।’
সাহসী লুকে হাজির হওয়া সুনেরাহর জন্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গোলাপি বিকিনিতে তিনি নেমেছিলেন সুইমিংপুলে; ক্যামেরার সামনে কয়েকটি পোজেই যেন আগুন ধরিয়ে দিয়েছেন ভক্তদের মনে। মন্তব্যের ঘর ভরে গেছে আগুনের ইমোজিতে। কেউ লিখেছেন—‘এখন তো দেখছি সুইমিংপুলেও আগুন লেগেছে!’
চলতি বছরটা দারুণ কাটছে এই অভিনেত্রীর। দুই ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমা—‘দাগী’ ও ‘উৎসব’ দিয়ে আলোচনায় ছিলেন তিনি। দুটি সিনেমাতেই ছোট চরিত্রে অভিনয় করলেও, তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
মন্তব্য করুন