
		বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে বাদ দেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়েছে, ‘গুরুতর অসদাচরণের দায়ে সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট 'আয়না' থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান সমৃদ্ধি তাবাসসুম। এখন তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন।
পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই নজর এড়ায়নি সমৃদ্ধির। তাঁকে অব্যাহতি দেওয়ার খবর ছড়ানো মাত্রই গত ২৩ আগস্টের একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, সমৃদ্ধির ছবির ওপর লাল রঙের একটি বড় ‘X’ চিহ্ন আঁকা হয়েছে। তার পেছনে লেখা ‘আয়নাঘর’। যা দিয়ে তিনি বুঝিয়েছেন এর সঙ্গে তিনি একমত না বা যুক্ত নন।
ওই পোস্টের তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিনোদনধর্মী শো তে চুক্তিবদ্ধ হয়েছিলাম। তবে চুক্তির সময় অনুষ্ঠানের টাইটেল বা শিরোনাম আমাকে জানানো হয়নি। শুটিংয়ের দিন আমি সেটে ঢুকে জানতে পারি এই প্রোগ্রামের নাম ‘আয়নাঘর’।
সমৃদ্ধি যোগ করেন, ‘শব্দটা শুনে আমি চমকে উঠি! কারণ এই আয়নাঘর নামক টর্চার সেলেই বাংলাদেশের শত শত গুমের ঘটনা ঘটেছে। আপনারা জেনে থাকবেন পূর্বে আয়নাঘরে গুম হয়ে যাওয়া অনেক মানুষের স্বজনেরা আমার অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে তাদের ভেতরের চাপা কষ্টগুলো দর্শকদের কাছে তুলে ধরেছেন।’
তিনি আরও লেখেন, ‘যদিও নাম নির্ধারণের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমি না তবুও আমি তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে নামটি পরিবর্তনের জন্য অনুরোধ জানাই। কিন্তু সেট আগে থেকেই রেডি হয়ে যাওয়ায় এবং অনুষ্ঠানের অতিথি সেটে বসে পরায় পেছনে ‘আয়নাঘর’ লেখা সেটেই একই দিনে পরপর দুইটি পর্বের শুটিং হয়।’
এই উপস্থাপিকা লেখেন, ‘অনুষ্ঠানের প্রোমো ডিজিটালে (সোশ্যাল মিডিয়া) আপলোড হওয়ার পরও আমি টেলিভিশন কর্তৃপক্ষের কাছে আবারও ফোনে অনুরোধ করি নাম পরিবর্তনের জন্য। ওনারা আগামীকালের মধ্যেই যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। আয়নাঘর অবশ্যই স্পর্শকাতর একটি শব্দ, যেটা নিয়ে একটা বিনোদনধর্মী প্রোগ্রামের নামকরণ করাটা উচিত হয়নি বলে আমিও মনে করি। আমি এই শিরোনামের কোনো অনুষ্ঠানে ভবিষ্যতে কখনোই আর সম্পৃক্ত হব না। বাংলাদেশের মানুষের মনে, চিন্তায়, চেতনায় আঘাত দিয়ে আমি কখনই কোনো কাজ করতে চাই না।’
সবশেষে সমৃদ্ধি লিখেছেন, ‘আমি প্রতিনিয়ত ভুলের মাধ্যমে শিখছি এবং উপস্থাপিকা সমৃদ্ধি যে ক্রমেই সমৃদ্ধতর হয়ে উঠছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা করি আমার এই ছোট্ট ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে পথচলায় আমার সাথেই থাকবেন। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।’
মন্তব্য করুন