
		দীর্ঘ অসুস্থতার পর সোমবার (২০ অক্টোবর) ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি।
গোবর্ধন আসরানি কর্মজীবনের শুরুতে গুরুতর ও পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, শিগগিরই তার কৌতুক প্রতিভা প্রকাশ পায়। ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে তিনি হিন্দি সিনেমার এক অপরিহার্য মুখ হয়ে ওঠেন।
তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী কৌতুক অভিনেতা। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে তিনি ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ১৯৬০-এর দশকের মাঝামাঝি হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশের আগে তিনি পুণেরফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন, যেখানে তিনি তার অভিনয় দক্ষতা আরো উন্নত করেন।
তার সবচেয়ে স্মরণীয় চরিত্র ছিল ‘শোলে’ সিনেমার জেলারের ভূমিকায়। তার সেই হাস্যরসাত্মক সংলাপ ও অভিব্যক্তি আজও দর্শকের মনে জায়গা করে আছে।
আসরানির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’ এবং ‘খাট্টা মিঠা'।
দীর্ঘ ক্যারিয়ারে আসরানি কাজ করেছেন হৃষিকেশ মুখার্জি, গুলজার ও বি. আর. চোপড়ার মতো কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে এবং অসংখ্য স্মরণীয় চরিত্রে দর্শকদের হাসি ও আনন্দ উপহার দিয়েছেন।
মন্তব্য করুন