
		বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগনের একমাত্র কন্যা নিসা দেবগন ছোটবেলা থেকেই মিডিয়ার নজরে। রাস্তায় বেরোলেই ক্যামেরার ঝলকানি, সামাজিক মাধ্যমে নানা সমালোচনা—সব মিলিয়ে শৈশব থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। কিন্তু এই অতিরিক্ত আগ্রহই নিসার জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
কাজলের ভাষায়, “নিসার ছোটবেলার ছবি নিয়ে মানুষ এত বাজে মন্তব্য করেছে যে ও খুব কষ্ট পেত। চুলের ছাঁট, পোশাক বা সাধারণ জামা পরা নিয়েও সমালোচনা করা হত।” এসব মন্তব্য নিসার মনে গভীর দাগ ফেলে, যা ধীরে ধীরে তার মধ্যে অভিনয়ের প্রতি অনাগ্রহ তৈরি করে। এখন নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি অভিনয়ে আসবেন না, আর কাজলও মেয়েকে এই বিষয়ে কোনো চাপ দিচ্ছেন না।
প্রায় কিশোরী বয়স থেকেই নিসাকে অনুসরণ করে আসছেন আলোকচিত্রীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হওয়ায় নিসা নিজের চেহারায় পরিবর্তন লক্ষ্য করেন, এমনকি মানুষ তাঁর শৈশবের ছবি নিয়েও কাটাছেঁড়া করেছে। বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজল-কন্যাকে। কাজলের মতে, এসবই তাঁর মেয়ের মানসিক শান্তি কেড়ে নিয়েছে।
সম্প্রতি ইউটিউব চ্যানেল শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক আলাপচারিতায় কাজল জানান, পরিচালক করণ জোহর একসময় নিসাকে বলিউডে লঞ্চ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে কাজল ও অজয় দুজনেই জানিয়ে দেন, নিসার চলচ্চিত্রে যোগদানের কোনো পরিকল্পনা নেই।
সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে হোটেল ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন নিসা। চলতি বছরের জুলাইয়ে তাঁর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কাজল-অজয়সহ পুরো পরিবার উপস্থিত ছিলেন। বলিউডের আলো-ঝলমল দুনিয়া থেকে দূরে, এখন নিজের মতো করে জীবন গড়ার স্বপ্ন দেখছেন কাজলকন্যা নিসা।
মন্তব্য করুন