মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মামলায় জামিন পেলেন কঙ্গনা রানাউত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত

অভিনেত্রী এবং রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সোমবার পাঞ্জাবের বাথিন্ডা আদালত থেকে জামিন পেয়েছেন। ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় করা একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে কৃষক প্রতিবাদী মহিন্দর কৌর তাঁর বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করেছিলেন।

আদালতে পৌঁছানোর পর কঙ্গনা সাংবাদিকদের বলেন তিনি তাঁর পোস্টের কারণে সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’-র জন্য অনুতপ্ত, তবে তিনি জোর দিয়ে বলেন তিনি ব্যক্তিগত ভাবে কাউকে লক্ষ্য করে কোনো মন্তব্য করেন নি।মহিন্দরজির পরিবারের সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে আমি তাঁর স্বামীর কাছে বার্তা পাঠিয়েছিলাম যে মাতাজি কীভাবে একটি ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন,শুনানি শেষে কঙ্গনা আরও যোগ করেন, স্বপ্নেও কখনো আমি এই বিতর্কের কথা কল্পনা করিনি। পাঞ্জাব বা হিমাচল, সব মাতাই আমার কাছে শ্রদ্ধেয়।

২০২১ সালের জানুয়ারিতে দায়ের করা অভিযোগে বলা হয় কঙ্গনা রানাউত ভুলবশত মহিন্দর কৌরকে ২০২০ সালের শাহিনবাগ আন্দোলনের প্রবীণ কর্মী বিলকিস বানুর সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। কৌর দাবি করেন তাঁর ‘মিথ্যা আরোপ ও মন্তব্য’ তাঁকে শাহিনবাগের ‘দাদি’-র সঙ্গে তুলনা করেছে, যদিও তিনি প্রথম থেকেই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

চলতি বছরের শুরুতে সুপ্রিমকোর্ট মন্তব্য করেছিল কঙ্গনার পোস্টটি‘ একটি সাধারণ রিটুইট ছিল না’ এবং অভিনেত্রী তাতে ‘মসলা যোগ করেছিলেন’। এই মন্তব্যের পরে কঙ্গনা শীর্ষ আদালত থেকে তাঁর আবেদন প্রত্যাহার করে নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল