মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম

এবার দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক ও বৃহত্তর চেন্নাই সিটি পুলিশের কাছে একটি ই-মেইল পাঠিয়ে ওই হুমিক দেয়া হয়। সেই ই–মেইলে অভিনেতা রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা রাখার কথা বলা হয় । অবশ্য ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় চেন্নাই পুলিশ।দ্রুত তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। মজার বিষয় তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করছেন, এটি ভুয়া হুমকি হতে পারে।

রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বোমা রাখার জন্য কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি, তাই পুলিশের ধারণা, এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি। ই-মেইল পাওয়ার পর পরই বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে ই-মেইলে নাম থাকা অন্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি বাড়িয়েছে চেন্নাই সিটি পুলিশ।

তল্লাশির পর এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ এই ঘটনাটিকে সম্প্রতি ঘটে যাওয়া এমন একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এগুলো একটি বিস্তৃত ঘটনার অংশ, যেখানে সম্প্রতি বেশ কয়েকজন তামিল সিনেমার তারকা ও রাজনীতিবিদ একই ধরনের হুমকির শিকার হয়েছেন। অক্টোবরের শুরুর দিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ এবং এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এ ছাড়া, সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওকেও লক্ষ্য করা হয়েছিল। এসব হুমকিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। সম্প্রতি এই ধরনের ভুয়া হুমকির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানায়, ৯ অক্টোবর দক্ষিণের তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি দিয়ে ফোন করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল