
		প্লেব্যাক গায়ক ও সঙ্গীত পরিচালক সোনু নিগম, যিনি তাঁর চিরসবুজ গানের জন্য বরাবরই ভক্তদের প্রিয়, তিনি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রায় আট বছর আগে আজান নিয়ে করা মন্তব্যের জেরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সোনু নিগম। এবার তিনিই আজান শোনা মাত্রই মঞ্চে গান থামিয়ে দিলেন, যার ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। মঞ্চ থেকে তার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম। এ সময় গায়ককে বলতে শোনা যায়, ‘আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।’ এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন। আজান শেষ হওয়ার পরে তিনি গান আবার শুরু করেন। সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক।
উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম মুম্বাইয়ের বাসার কাছে ভোরে আজানের শব্দ নিয়ে আপত্তি জানিয়ে টুইট করেছিলেন, যা তাকে বড় বিতর্কে জড়িয়ে ফেলে। এবার তার এই শ্রদ্ধাশীল আচরণ সেই বিতর্কের সম্পূর্ণ উল্টো এক চিত্র তুলে ধরেছে।
মন্তব্য করুন