
		ফের আলোচনায় তিন মাধ্যমের মেধাবী অভিনেতা ইমরান হাসো। আলোচনার কারণ নতুন সিনেমা ‘বেহুলা দরদী’। গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত ‘বেহুলা দরদী’ সিনেমাটি আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) দেশব্যাপী মুক্তি পাচ্ছে। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সবুজ খান।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা। আর সিনেমার বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসো। বলা যায় সিনেমার দুটি গানে বাজিমাত করেছেন অভিনেতা ইমরান। বিশেষ করে ‘বেহুলা সখীর বিয়া লো’ এবং ‘বেহুলা সাবান মাখে গায়ে’ দুটি গানে নজর কেড়েছেন তিনি ।
গান দুটো প্রকাশ হওয়া পর থেকে প্রিয়জনদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন ইমরান। গানে আলাদা নজর কাড়ছেন তিনি। এ সিনেমায় বেহুলা সখীর বান্ধবী চরিত্রে অভিনয় করেছেন। যে গান দুটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার নজর কেড়েছেন তরুণ এই অভিনেতা।
ইমরান জানান ‘বেহুলা দরদী’ সিনেমার গল্পে দেখা যাবে টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানা চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।
ইমরান হাসো বলেন, কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়। ‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।
ইমরান হাসো জানান- ‘বেহুলা দরদী’ তার ২৮তম সিনেমা। এর আগে তিনি ‘সুলতানপুর’, ‘শান’, ‘প্রেমচোর’, ‘জ্বীন-৩’, ‘লাল শাড়ি’ সিনেমাগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ইমরান বলেন, যে সিনেমাগুলো করছি, চেষ্টা থাকে যেন নিজেকে গুরুত্বপূর্ণভাবে দর্শকদের সামনে হাজির করতে পারি।
ইমরান বলেন, ‘বেহুলা দরদী’ আমার কাছে ভীষণ বিশেষ ভালোবাসার একটি সিনেমা। এর চারটি গানের মধ্যে দুটি গান আমার লিপে রয়েছে। যা ইতিপূর্বে কোনো সিনেমায় সুযোগ হয়নি। আমি সত্যি মুগ্ধ এত সুন্দর গল্পের সিনেমায় আমি দুটি গান পেয়েছি। পরিচালক ও প্রযোজকদের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা আমার উপর বিশ্বাস রেখেছেন।
নিয়মিত ছোটপর্দাতেও কাজ করছেন ইমরান হাসো। তিনি বলেন, ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ এ অভিনয় করার পর সবাই আমাকে রকেট বলে ডাকে। বর্তমানে ‘রুপনগর’ এ কাজ করছি। এর পাশাপাশি একক নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছি। সমানে আরো ভালো ভাল কাজ করতে চাই।
অভিনয়ের পাশাপাশি ইমরান হাসো কে চারপাশের ক্রান্তিকালেও দেখা যায়। গেল বছর বন্যায় তিনি বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করে বানভাসি মানুষের পাশে ছিলেন। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংঘের নির্বাচনে শিল্পীদের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি শিল্পী হিসেবে আমার দ্বায়বদ্ধতা রয়েছে। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি।
মন্তব্য করুন