
		এমিরেট জয়ী ধারাবাহিক ‘শোগুন’ এর ভবিষ্যৎ সিজনগুলো অবশেষে জাপানে চিত্রায়িত হতে পারে, যদি দেশটি তার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রণোদনা সংক্রান্ত ঘাটতি গুলো পূরণ করতে পারে।
এমি জয়ী প্রযোজক মিয়াগাওয়া এরিকো টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি প্যানেলে এই আগ্রহ প্রকাশ করেন।প্রযোজক মিয়াগাওয়া এরিকো নিশ্চিত করেছেন তিনি ব্যক্তিগত ভাবে ‘শোগুন’এর পরবর্তী সিজন গুলো জাপানে শুটিং করতে খুব আগ্রহী।
তিনি বলেন-‘এটি আমার উপর নির্ভর করে না, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি খুব চাই এবং আমি সবসময় কিছু আইডিয়া ও সুযোগ উপস্থাপন করতে থাকব’।প্রথম সিজন জাপানে শুটিং করা যায় নি কারণ এটি ছিল কোভিড-১৯ মহামারীর চরম সময়। সেই সময় সৃজনশীল দলের প্রধানরা জাপানে এসে লোকেশন দেখতে পারেন নি তাই পরিকল্পনা বাতিল করতে হয়।
জাপানকে ‘শোগুন’ এবং একই মাপের বড় আন্তর্জাতিক প্রযোজনা গুলোকে আকৃষ্ট করতে হলে বেশ কিছু সমস্যা সমাধান করতে হবে বলে প্যানেলে আলোচনা করা হয়।
মন্তব্য করুন