মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১৯ বছরের ছোট ব্যবসায়ীর প্রেমে মালাইকা !

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

তাঁর ব্যক্তিগত জীবন থেকে রূপচর্চা, সিনেমা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবই থাকে চর্চায়। তবে সদ্যই, মুম্বাইতে হওয়া একটি কনসার্টে তাঁকে দেখা গেল এক রহস্যময় পুরুষের সঙ্গে! তবে কী নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী নৃত্যশিল্পী মালাইকা অরোরা ?

অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিন ধরেই তিনি ছিলেন একা, কিন্তু সম্প্রতি এনরিকে ইগলেসিয়াসের মুম্বাই কনসার্টে তোলা একাধিক ভিডিও ঘিরে নেটমাধ্যমে জল্পনা ছড়িয়েছে নতুন করে। সেই ভিডিওতে দেখা যায়, মালাইকা গানের তালে নাচছেন, আর তার পাশে রয়েছেন এক অচেনা পুরুষ—চোখে চোখ রেখে কথা বলছেন দু’জনে।

সাদা শার্ট আর ডেনিম প্যান্ট পরা এই সুদর্শন যুবকের বয়স আনুমানিক ৩০-এর ঘরে। ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশ্ন, “কে এই রহস্যময় পুরুষ?” বেশ কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, ওই যুবকের নাম হর্ষ মেহতা—বেলজিয়াম-ভিত্তিক একজন সফল হিরা ব্যবসায়ী। বয়স মাত্র ৩৩ বছর। সূত্রমতে, গত বছর মালাইকার সঙ্গে তার পরিচয় হলেও, সম্পর্কটি ঘনিষ্ঠ হয়েছে গত কয়েক মাসে। যদিও এখন পর্যন্ত মালাইকা বা হর্ষ কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। অভিনেত্রী হর্ষকে ইনস্টাগ্রামে ফলোও করেন না, যা রহস্য আরও বাড়িয়েছে।

তবে অনেকে মনে করছেন, এটি মালাইকার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অর্জুন কপূরের সঙ্গে ২০২৪ সালে তার বিচ্ছেদের পর এটাই প্রথমবার এমনভাবে প্রকাশ্যে কারও সঙ্গে দেখা গেল তাকে।

মালাইকা অরোরার ফ্যাশন সেন্স, ক্যারিশমা আর ব্যক্তিজীবন সবসময়ই আলোচনায় থাকে। তবে এবার এনরিকের কনসার্টের এই ভিডিও তার জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে। তিনি কি সত্যিই নতুন করে প্রেমে পড়েছেন? নাকি এ শুধু বন্ধুত্ব?—তা জানাবে সময়ই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল