
		ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার স্টাইলিশ লুক এবং সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। গত মাসে কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন। ওই সফরেরই এক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভূয়সী প্রশংসা করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, জায়েদ ভাই দিন দিন আরও হ্যান্ডসাম এবং ফিট হয়ে উঠছেন। নুসরাত ফারিয়া বলেন, “আগে তো জায়েদ ভাই অনেক প্রিয় ছিলেন, এখন আরও ফিট হয়ে বাংলাদেশের সব মেয়েদের ফেভারিট হয়ে গেছেন। তার সঙ্গে কাজ সবসময়ই আনন্দদায়ক। উনি এমন মনখোলা এবং প্রাণবন্ত মানুষ যে, কারো মন খারাপ থাকলেও উনার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।”
তিনিও উল্লেখ করেন, কানাডার মন্ট্রিয়াল সফরের সময় জায়েদ খানের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। নুসরাত বলেন, “উনার প্রোগ্রামে উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করি’। আমি সত্যিই খুব খুশি হয়েছি এবং অনেক মজা করেছি। তবে ফান পার্টগুলো দর্শকদের দেখাইনি, সেগুলো এডিট করা হয়েছে।”
গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন এবং সেখানে গালা নাইটে পারফর্ম করেন।
মন্তব্য করুন