
		জেনিফার অ্যানিস্টন তাঁর প্রেমিক জিম কার্টিসের জন্মদিনে একটি হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে তাঁদের সম্পর্ককে ইনস্টাগ্রামে অফিশিয়াল করলেন। একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করার পর থেকেই তাঁদের বাগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে, যা অনলাইনে বহু মানুষের মন জয় করেছে।
‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টন তাঁর প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে জিম কার্টিসকে পেছন থেকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। এই পোস্টটিই তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে প্রথমবার স্বীকার করে নেওয়া এবং ভক্তরা এ নিয়ে আলোচনা থামাতেই পারছেন না।
জন্মদিনের এই শুভেচ্ছা বার্তা মন জয় করলেও, এটি নতুন গুঞ্জনও শুরু করেছে। ভক্তরা জেনিফারের অনামিকা আঙুলে একটি ঝলমলে হীরের ব্যান্ড দেখতে পেয়েছেন, যা তাঁদের সম্ভাব্য বাগদান নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। অ্যানিস্টন বা কার্টিস কেউই এই বিষয়ে কিছু নিশ্চিত না করলেও এই বিবরণটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
অনেকেই এটিকে ‘বছরের সেরা হার্ড লঞ্চ’ বলে অভিহিত করেছেন, কারণ অ্যানিস্টন দীর্ঘকাল তাঁর ব্যক্তিগত জীবনকে জনসাধারণের চোখের আড়ালে রেখেছিলেন। অভিনেত্রীর এই পোস্টটি তাঁর ব্যক্তিগত সুখের একটি বিরল ঝলক দিয়েছে এবং তাঁর অনুসারীরা এতে খুব খুশি। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনাকে এত খুশি দেখে খুব ভালো লাগছে’, অন্যেরা তাঁকে ভালোবাসা ও ইতিবাচকতার সঙ্গে উজ্জ্বল দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
এই পোস্টের মাধ্যমে জেনিফার অ্যানিস্টন আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন এবং নিশ্চিত করলেন তিনি ভালোবাসায় সুখী।
মন্তব্য করুন