শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

১০০ বাচ্চার মা হতে চাই: পরীমণি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

সিঙ্গেল মাদার পরীমণি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তার কন্যা সন্তান প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেন।

ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। রুপালি পর্দায় তাকে খুব বেশি নজরে না এলেও নানান কারণে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন প্রায়ই। কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেয়ার পরও বেশ আলোচনায় এসেছিলেন তিনি।

একজন ছেলে সন্তান থাকা সত্ত্বেও কেন কন্যা সন্তান দত্তক নিলেন নায়িকা, সাক্ষাৎকারে এমন প্রশ্ন উঠে এলে তিনি জানান, তিনি ১০০ সন্তানের মা হতে চান। আরও ৯৮টা বাচ্চা দত্তক নেওয়ার ইচ্ছে রয়েছে তার।

পরীমণি বলেন, ‘আমি ১০০ বাচ্চার মা হতে চাই। এবং আল্লাহ আমাকে অতটুক বড়লোক করুক। মানে বড় করুক বলি নাই, আমি বলছি আমাকে বড়লোক করুক। কারণ অনেক টাকা লাগে বাচ্চাদেরকে পালতে হলে, ঠিকঠাক মতো বড় করতে হলে।’

কিন্তু একা কীভাবে বাচ্চাদের দায়িত্ব সামলাবেন, সে প্রসঙ্গে পরীমণির উত্তর, ‘আমি পারবো। বিশ্বাস করেন না, আমি পারবো।’

এক পর্যায়ে নায়িকাকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় সন্তান প্রিয়মকে তিনি কোথায় পেলেন; জবাবে নায়িকা ছোট্ট করে বলেন, ‘আল্লাহ দিয়েছেন।’

পরীমণি নিজের সন্তানদের নিয়ে শো-অফ করেন, ‘এমন সমালোচনার জবাবে নায়িকা বলেন, ‘তাহলে আমার বাচ্চাদের নামে শুরু থেকে পেইজ থাকতো। সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম তো হয়। ইউটিউবে চ্যানেল থাকতো। সাহিম মোহাম্মদ পূণ্য, সাফিরা সুলতানা প্রিয়ম কই? অনেক নায়িকা তো করেছে, আমাদের ইন্ডাস্ট্রিতে তো করছে অনেক মানে, তাদের তো সবার বাচ্চাদের নামে পেজ আছে।’

পরীমণি আরও বলেন, ‘তো আমি সেটাকে বলি নাই যে সেটা আসলে অনেক খারাপ কিছু। করতেই পারে। কিন্তু আমার ব্যক্তিগত একটা চয়েস আছে না, যে আমি আসলে কি করবো? এবং ও আসলে এটাতে কতটুকু ইউজড টু হবে, ও আসলে বড় হয়ে এটা কি চায় কি চায় না সেটা তো আমি জানি না। তদ্দুর আমি একটা পেইজ খুলে বসে থাকবো? মানে আমার কাছে স্টুপিড লাগে ব্যাপারটা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঞ্চে সুমন-জিনিয়া যে কারণে আলোচনায়
মঞ্চে সুমন-জিনিয়া যে কারণে আলোচনায়
নিজের পঞ্চাশ বছর বয়সী লুক দেখার অপেক্ষায় পরীমনি
নিজের পঞ্চাশ বছর বয়সী লুক দেখার অপেক্ষায় পরীমনি
যে কারণে পাকিস্তান ছেড়েছেন এই টিকটকার
যে কারণে পাকিস্তান ছেড়েছেন এই টিকটকার
সিম বিক্রেতা থেকে বলিউডের নায়ক!
সিম বিক্রেতা থেকে বলিউডের নায়ক!