
সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সাঁওতাল হত্যার বিচার ও আদিবাসী সাঁওতালদের ভূমি এবং জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির আয়োজনে জেলা শহরের এলজিইডি ভবনের সামন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে তীর ধনুক হাতে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করে আদিবাসী সাঁওতালরা।
পরে পাবলিক লাইব্রেরী হলরুমে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, তৃষ্ণা মুরমুসহ অন্যরা।
বক্তারা বলেন ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ বাগদা ফার্ম থেকে সাঁওতালদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়। এ সময় পুড়িয়ে দেয়া হয় তাদের বাড়িঘর। এ সময় বাধা দিতে গেলে পুলিশের গুলিতে মারা যান তিন সাঁওতাল ও গুলিবিদ্ধ হয়ে আহত হন আরো অনেকে। তখন থেকে এই দিনটিকে সাঁওতাল হত্যা দিবস হিসেবে পালন করছে গোবিন্দগঞ্জের আদিবাসী সাঁওতালরা। ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও এখনো তারাও বিচার পাচ্ছেন না তারা। দ্রুত সাঁওতাল হত্যার বিচার, চিনিকল এর কাছে শর্তসাপেক্ষে দেয়া তাদের বাপ-দাদার জমি ফেরত সহ ৭ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।
মন্তব্য করুন