
বাংলাদেশি ওয়েব সিরিজের জনপ্রিয় দুই চরিত্র অ্যালেন স্বপন ও গোলাম মামুন আবারও ফিরছেন নতুন গল্পে। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, শিগগিরই আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ এবং ‘গোলাম মামুন ২’। বর্তমানে চলছে স্ক্রিপ্টের কাজ, আগামী বছর শুরু হবে শুটিং।
দুই সিরিজের গল্প আগের মতোই ঘুরবে নাসির উদ্দিন খান ও অপূর্বর চরিত্র ঘিরে। ‘সিন্ডিকেট’ সিরিজ থেকে অ্যালেন স্বপন চরিত্রটি আলোচনায় আসে; পরে নির্মিত দুই মৌসুমেই ব্যাপক সাড়া পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। নতুন মৌসুমে রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আগের শিল্পীদের পাশাপাশি নতুন মুখও যুক্ত হতে পারে।
অন্যদিকে ‘বুকের মধ্যে আগুন’ থেকে উঠে আসা গোলাম মামুন চরিত্রটির নতুন মৌসুমে অপূর্বর সঙ্গে থাকছেন সাবিলা নূর। সম্প্রতি মুক্তি পেয়েছে শিহাব শাহীনের ওয়েবফিল্ম ‘তোমার জন্য মন’। মুক্তির অপেক্ষায় আছে ‘তুমি আমি শুধু’।
মন্তব্য করুন