মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ এএম

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের বিশেষায়িত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। এরইমধ্যে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা হয়েছে। খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর ছেলের দেখা পেয়ে খুব খুশি বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক। এদিকে, লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শারীরিক নানা জটিলতা নিয়ে বুধবার লন্ডনের ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল- দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ভর্তি হওয়ার পরই তাঁর চিকিৎসার হালনাগাদ তথ্য ও ব্যবস্থাপনা পত্র পর্যালোচনা করে চিকিৎসা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের বেশকিছু পরীক্ষা করেন। করা হয় রক্ত এবং ডায়াবেটিসের পরীক্ষাও।

মাকে দেখতে ও চিকিৎসার সার্বিক বিষয় খোঁজ নিতে সস্ত্রীক হাসপাতালে প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মা-ছেলে দেখা হওয়ায় দু’জনই খুব খুশি বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক।

খালেদা জিয়া সুস্থ্য হবার পর লন্ডনে দলের অনুষ্ঠানে তাঁকে উপস্থিত করার কথাও জানান বিএনপি’র যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ।

এদিকে, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমীর শেখ তামিম বিন হামাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে নিজের পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কাতারের আমীরকে ধন্যবাদ জানান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত