
		অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সায়েদুর রহমানের আশ্বাসে ১২ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সকাল ১০টা থেকে দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এর আধ ঘণ্টার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সায়েদুর রহমান। আশ্বাস দেন আগামী ১২ সপ্তাহের মধ্যেই বাস্তবায়িত হতে যাচ্ছে চিকিৎসকদের দাবি।
এর আগে গেল ২৫ ফেব্রুয়ারি বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা আসে।
তবে আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করেন আন্দোলনরত চিকিৎসকরা।
মন্তব্য করুন