
		রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় উত্তরা আধুনিক হাসপাতালে জরুরি ভিত্তিতে ‘‘ও নেগেটিভ’’ রক্ত খোঁজা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে আশাপাশের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা রক্তের জন্য আকুতি জানাচ্ছেন। সাধারণ মানুষও রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছেন। তবে ‘‘ও নেগেটিভ’’ রক্ত মিলছে না।
স্বেচ্ছাসেবক সিফাত সংবাদমাধ্যম বলেন, “আমাদের এখানে (উত্তরা আধুনিক হাসপাতালে) ও নেগেটিভ ব্লাড লাগবে। অন্যান্য গ্রুপের ব্লাড পাওয়া গেছে। ও নেগেটিভ পাওয়া যাচ্ছে না।”
উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ।
মন্তব্য করুন