মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সুন্দরী নাদিয়া নিখোঁজের দুই মাস

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম

সুন্দরী নাদিয়া নিখোঁজের দুই মাস। নারীটি বনেদী খান মজলিশ পরিবারের সদস্য।

পরিবার সূত্রে জানা যায়, দুই মাস আগে হাজারীবাগ থানাধীন ২৭৪/২/২ জাফরাদ, শংকর এলাকার নাদিয়া খান মজলিশ নামে ৩০ বছর বয়সী নারী গত ১৯ জুন থেকে নিখোঁজ রয়েছে। তার ডাক নাম অন্তরা। নিখোঁজের সপ্তাহখানেক পর গত ২৭ জুন তার বড় বোন সাদিয়া খান মজলিশ মিথিলা হাজারীবাগ থানায় জিডি করেন। জিডি নং- ১৪৪০। পুলিশ এখনো এই নারীর কোনো সন্ধান পায়নি।

পরিবার সূত্রে জানা যায়, এই নারী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ। কিছুদিন সবকিছু ঠিক থাকে আবার হঠাৎ করেই স্মৃতি হারিয়ে ফেলে। তখন কিছুই মনে থাকে না। নিজের পরিচয় থেকে শুরু করে সবকিছুই ভুলে যায়। এভাবে দুয়েকবার সে নিখোঁজও হয়েছে আবার নিজে নিজেই ফিরে এসেছে। এবারই প্রথম দীর্ঘদিন তার কোনো খোঁজ মিলছে না। মা বাবা মারা যাওয়ার পর বড় বোন সাদিয়া ও দুলাভাইয়ের সাথেই থাকতেন তিনি। এতদিন পেরিয়ে যাবার পরও সে ফিরে না আসায় নাদিয়ার পরিবারের সবাই খুবই চিন্তায় আছেন। সে বেঁচে আছে না মরে গেছে এটাই এখন বেশি করে ভাবিয়ে তুলছে তাদের।

এ ব্যাপারে হাজারীবাগ থানার এআই মাহবুব আলম বলেন, আমি শুনেছি মেয়েটি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এর আগেও বেশ কয়েকবার বেরিয়ে গেছে আবার ফিরে এসেছে। এবার এখনো ফিরে আসেনি। আমরা আমাদের দায়িত্ব পালনে তৎপর। যে সব জায়গায় ইনফরমেশন দেয়া দরকার দিয়েছি। তাকে খুঁজে পাবার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মানহীন কিটক্যাটসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন আমদানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৭০ হাজার
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
চিকিৎসকদের জন্য বিশাল সুখবর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে'  উদযাপিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 'ওয়ার্ল্ড স্ট্রোক ডে' উদযাপিত