
		স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ রাজধানীর উত্তরার প্রতিষ্ঠান ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইউনিট-২ ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল দোয়া মাহফিল ও আলোচনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন। ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও সিইও অধ্যাপক ডা. এস এম রোকনুজ্জামান, পরিচালক অধ্যাপক ডা. দেবাশীষ বিশ্বাস, অধ্যাপক ডা. রাশিমুল হক রিমন, অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মো. মবিনুর রহমান, ডা. মো. আবুল হোসেন, ডা. আহসান মোহাম্মদ হাফিজ, ও ডা. এম. আহমেদ এইচ (রবিন)। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সুরাইয়া সুলতানা, অধ্যাপক ডা. জেসমিন আক্তার, ডা. শিল্পী সাহা, ডা. অনিমা সরকার, ডা. মিনারা পারভীন, ডা. ফেরদৌস আরা জেনি, ডা. মো. তাকবিরুল ইসলাম, ডা. রুবিনা সুলতানা, ডা. ইফতেখার আহমেদ (স্বপন) এবং জেনারেল ম্যানেজার আহাদ আলীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান বলেন, আমাদের মধ্যে যে জীবন আছে, সেই জীবনই আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের যতটুকু অভিজ্ঞতা রয়েছে, সেটুকু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। সকলের দোয়া কামনা করছি।
অভিনেত্রী দিলারা জামান বলেন, এই হাসপাতালের মাধ্যমে আমরা পরিপূর্ণ সেবা পাব বলে বিশ্বাস করি। হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি হাসপাতালের প্রাণ হচ্ছে সেবা। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তা হাসপাতালের সেবার মান উন্নয়নের মাধ্যমেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। 
মন্তব্য করুন