
		আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত আমেরিকার দক্ষিণাঞ্চল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। তুষারের চাদরে ঢেকে আছে টেক্সাস থেকে শুরু করে মিসিসিপি, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তুষারে বন্ধ হয়ে আছে রাস্তাঘাট। স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। নিউইয়র্কে ১৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক ও বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন অঞ্চলে বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এদিকে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিসহ বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া লোহিত সাগর উপকূলের বালুঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মন্তব্য করুন