মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ অসাংবিধানিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশটি অসাংবিধানিক উল্লেখ করে তা সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি আদালত। তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া ভাষণে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় অবৈধ অভিবাসী ও মূদ্রাস্ফীতি কমানো এবং জীবাশ্ম জ্বালানী উৎপাদনের মাত্রা বাড়াতে তিনি অঙ্গীকারবদ্ধ। সেইসাথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সাথে বৈঠকে বসার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই একরাশ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। যার মধ্যে সবচেয়ে বিতর্কিত আদেশটি হলো জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত আইন বাতিল। এটিকে সংবিধানের পরিপন্থি জানিয়ে তা সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আদালত। ট্রাম্পের এই নির্বাহী আদেশকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করে আদেশটি অস্থায়ীভাবে আটকে দিয়েছেন সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক কোর্টের বিচারক জন কোগেনর। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ও কথা জানিয়ে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের বিজয়ের পর ভারত-মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনা ও উৎসাহ দেখাচ্ছিল দিল্লি তা এখন অনেকটাই শীতল। বরং ট্রাম্প প্রশাসনের একের পর এক পদক্ষেপ ভারতের অস্বস্তি বাড়িয়েছে দিচ্ছে। অবৈধ অভিবাসীর পর ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের হুমকিতে যুক্তরাষ্ট্রে ভারতীয় গর্ভবতী নারীরা গণহারে সিজারের দিকে ঝুঁকছেন। তারা নির্দিষ্ট সময়ের আগেই সিজারের মাধ্যমে সন্তান প্রসবের চেষ্টা চালাচ্ছেন যেন তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে অবৈধ অভিবাসী ও মূদ্রাস্ফীতি কমানোর পাশাপাশি আমেরিকায় জীবাশ্ম জ্বালানী উৎপাদনের মাত্রা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি। এসময় ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার কঠোর সমালোচনাও করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে খারাপ আচরণ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং পণ্য আমদানি কঠিন করে তুলছে। সেইসাথে যুক্তরাজ্যের সাথে বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে আরও নতুন শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। তবে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রে আগামী চার বছরে নিজেদের বাণিজ্য ও বিনিয়োগ ৬শ’ বিলিয়ন ডলারে উন্নীত করার কথা জানিয়েছে সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মাহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানায়। এ সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে নিজ নিজ দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী