
		আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে যুদ্ধবিরতি। ৫ম দফা জিম্মি ও বন্দি বিনিময়ের পর নেৎজারিম করিডোর থেকে সরে গেছে ইসরাইলি বাহিনী। এখন বিনা বাধায় গাজার উত্তারাঞ্চলে ফিরছে ফিলিস্তনিরা। হামলা থামলেও থেমে নেই মৃত্যুর মিছিল।
ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ২০০ জনে পৌঁছেছে। যদিও গাজার মিডিয়া অফিসের তথ্যমতে, মৃত্যুর মোট সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন।
মন্তব্য করুন