
		আন্তর্জাতিক ডেস্ক : গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৩৭০ জনে পৌঁছেছে।
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে মিশরের কায়রোতে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। পহেলা মার্চ প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার আগে এ তথ্য জানিয়েছে মিশরের কর্মকর্তারা। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির সময় আরও বাড়ানো প্রস্তাব নিয়ে ইসরাইলি প্রতিনিধিদল মিশরে গেছে।
গাজা উপত্যকার কৌশলগত করিডোর ফিলাডেলফিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে রাজি নয় ইসরাইল। অবৈধ অস্ত্র পাচার ঠেকানোর অজুহাতে তারা এটি নিজেদের দখলে রাখতে চায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী করিডোর থেকে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও তারা তা করেনি। ফলে নতুন সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্বিতীয় ধাপের আলোচনা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে ।
ইসরাইলের পারদেস হান্নার কারকুর জংশনে বাসের জন্য অপেক্ষারত ব্যক্তিদের উপর গাড়ি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, হামলার পর হামলাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার ধারণা, হামলাকারী ফিলিস্তিনের নাগরিক।
এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযানে ইসরাইল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও মনে করেন তিনি।
মন্তব্য করুন