
		আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সংকট নিয়ে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে তিনি এ কথা বলেন। এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা।
খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। লন্ডনের ল্যাংকেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
চুক্তির শর্ত অনুযায়ী ৫০০ বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের ওপর দাবি করা অধিকার থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তাও দিচ্ছে না তারা। এটি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল কিয়েভের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দুই সপ্তাহ ধরে তারা একে অপরকে নিয়ে নানা মন্তব্য করেছিলেন। সবশেষ গত শুক্রবার দুই নেতার বৈঠকে তুমুল বাকবিতণ্ডা হয়।
এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে এই আলোচনা যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই করতে চান তারা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। সেগুলো হলো ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা। ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শান্তি আলোচনায় কিয়েভকে রাখা। ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকাতে কাজ করবে ইউরোপ এবং ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন ও দেশটিতে শান্তি নিশ্চিত করা।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি দরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনই একমাত্র এই যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী।
মন্তব্য করুন