
		আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। পেহেলগাম হত্যাকাণ্ডের পর টানা আট দিন সংঘর্ষ চলছে ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সীমান্তঘেঁষা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ১০ দিনের জন্য সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, দুইপক্ষের উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার মহড়া পরিদর্শনে যান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনি। এসময় তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে। শুধু তাই নয়, কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতীয় গোয়েন্দাদের ‘ফাঁস হওয়া’ এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর এ দাবি করেছে তারা। তবে ওই নথিটি আসল কি না, তা যাচাই করা যায়নি। অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে, ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি নিজেদের আকাশসীমা বন্ধ করায় দুই দেশের ওপরই চাপ পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে উভয় দেশের ফ্লাইট পরিচালনায় জ্বালানি ব্যয়, ট্রানজিট খরচ ও অপারেটিং খরচ বেড়ে যাবে। দুই দেশেরই বছরে প্রায় ৬শ’ মিলিয়ন ডলার খরচ বাড়বে। আপাতত ২৩ মে পর্যন্তপাকিস্তান ও ভারতের আকাশসীমা বন্ধ থাকবে।
মন্তব্য করুন