
		আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ২৬ জন নিহত হয়েছে। এই হামলার পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদও। এতে ১০ ভারতীয় নাগরিক মারা গেছে। এদিকে তিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ‘ভূপাতিত’ করার দাবি করেছে ইসলামাবাদ। সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেয়ার অনুমতি দিয়েছে শাহবাজ সরকার। এদিকে, পাকিস্তানে ভারতীয় হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, দুই দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
গত কয়েক দিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনা চলছিল। এবার তা যেন রূপ নিল পাল্টাপাল্টি হামলায়।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে মানুষ।
ভারতীয় কর্মকতাদের দাবি, অপারেশন সিঁদুর নামে এই অভিযানে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি বলেও দাবি নয়াদিল্লির। ভারতীয় গণমাধ্যম বলছে, ২৪টি ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিকদের জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, পেহেলগামের হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এই হামলার উদ্দেশ্য।
এদিকে, ভারতের হামলার পাল্টা জবাব দিয়েছে ইসলামবাদ। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, হামলায় অংশ নেয়া তিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ‘ভূপাতিত’ করা হয়েছে। এছাড়াও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দিয়েছে সেনারা। এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে নয়াদিল্লি। যারা নিহত হয়েছে সবাই বেসামরিক নাগরিক। এদিকে, বুধবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি। ভারতের অযাচিত এই হামলাকে যুদ্ধের হুমকি হিসেবে দেখে উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা আসে বৈঠকে।
এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে হতাশাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, গভীর উদ্বেগ জানিয়ে দুই দেশকেই সর্বোচ্চ সংযত হতে আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিত গুতেরেন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন ও জাপান।
মন্তব্য করুন