মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
আহত ১৪ জন

গাজায় বোমা বিস্ফোরণে ইসরাইলের ৫ সেনা নিহত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

এবার গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে পাঁচ সেনা নিহত ও আরো ১৪ জন আহত হয়। আইডিএফ জানিয়েছে সেনারা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল।

সেনাবাহিনী জানায়, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের অধীনে বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেড অভিযানে অংশ নেয়। এসময় বোমা বিস্ফোরণের শিকার হন তারা।

এদিকে, গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরো ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।

গাজায় সামরিক অভিযানসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী