মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:২৮ এএম

ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফলে, থেমে গেছে কাতারের দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা।

এ বৈঠকের মূলে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি কাতারি প্রস্তাব ছিল বলে জানা গেছে। যার আওতায় প্রায় তিন বছর ধরে চলা আগ্রাসনে সাময়িক বিরতি এবং কিছু জিম্মি মুক্তির ব্যাপারে কথা হচ্ছিল। তবে গাজা থেকে কী পরিমাণ ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে দ্বন্দ্বে আটকে যায় আলোচনা।তেলআবিবের সমর্থন থাকলেও প্রস্তাবটি মানতে রাজি নয় হামাস।

বিবিসিকে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে ওয়াশিংটন সফরের মাধ্যমে কেবল সময়ক্ষেপণ করেছেন; এবং দোহায় এমন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন, যাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।

এদিকে গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে ইসরায়েল-সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন অনেকে। এতে প্রাণ হারান ৩৪ জন।

উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক বিমান হামলা। শনিবার সন্ধ্যার শুরুতে প্রায় ৪০টি বিমান হামলার খবর পাওয়া গেছে। জাবালিয়ায় আবাসিক ভবনেও চলে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ হারায় কমপক্ষে ১৫ জন। গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরেও চলে আইডিএফের তাণ্ডব। শিশুসহ হতাহত হন অনেকে।

অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের আল-মানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ঘরবাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সেগুলো আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়, ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী