মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব জেলেনস্কির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:২০ এএম

ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার কিয়েভে ইউলিয়ার সঙ্গে এক বৈঠক শেষে তিনি এক্স-এ দেওয়া এক পোস্টে এ কথা জানান। জেলেনস্কি বলেন, ‘ইউলিয়া স্ভিরিদেঙ্কোর সঙ্গে বৈঠকে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির, অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বাড়ানোর এবং কার্যকর প্রশাসনিক সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।’ তিনি আরও জানান, ‘এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের নির্বাহী শাখায় রূপান্তর শুরু করছি। আমি ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে ইউক্রেন সরকারের নেতৃত্ব দিতে প্রস্তাব দিয়েছি এবং সরকারের কাজকর্মে মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনা করছি।’ জেলেনস্কি আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। এর একদিন আগেই, রোববার, প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালের সঙ্গে এক বৈঠকের পর জেলেনস্কি শাসন ব্যবস্থায় ‘গভীর পরিবর্তন’ আনার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই রূপান্তরের মাধ্যমে আমলাতন্ত্রে ব্যয় হ্রাস, বড় পরিসরে নিয়ন্ত্রণমুক্তি এবং প্রতিরক্ষায় সর্বোচ্চ সম্পদ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’ উল্লেখ্য, ইউলিয়া স্ভিরিদেঙ্কো ২০২১ সালের নভেম্বর মাসে ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তিনি অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।তবে প্রধানমন্ত্রী শ্মিহালের পদত্যাগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। তিনি বর্তমানে ইউক্রেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক ফোনালাপে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অকসানা মারকারোভাকে বদলির বিষয়েও আলোচনা হয়। সেখানে ডেনিস শ্মিহালের নাম সম্ভাব্য নতুন রাষ্ট্রদূত হিসেবে উঠে এসেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী