
		মিয়ানমারের মগোক শহরের একটি রুবি জহরত খনিতে বিমান হামলায় কমপক্ষে পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। সোমবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ১৯ জন। স্থানীয় সময় রাত ১টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর Y-12 বিমান থেকে প্রায় ২০টি বোমা ফেলে এ হামলা চালায়। খবর ইরাবতীর।
স্থানীয় সূত্র জানায়, আক্রমণের লক্ষ্য ছিল শহরের পশ্চিমাংশ, যা বর্তমানে তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (TNLA) এর নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা সবাই পুরুষ। আহতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা রয়েছেন। তারা সবাই সাধারণ নাগরিক। হামলার পেছনে মিয়ানমার সেনাবাহিনীর উদ্দেশ্য হিসেবে মনে করা হচ্ছে, TNLA এর খনি ক্ষেত্রগুলোর পুনঃনির্মাণের জন্য আক্রমণ করা হতে পারে, কারণ এসব খনির একটি অংশ স্থানীয় খনি শ্রমিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
TNLA এবং তাদের মিত্র বাহিনীর যৌথ আক্রমণে মগোক শহরটি ২০২৪ সালের জুলাই মাসে মিয়ানমারের জান্তা থেকে মুক্ত হয়েছিল। এরপর থেকেই এই শহরটি বারবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
এদিকে, বিদ্রোহী বাহিনীগুলো তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিমান হামলার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। জনগণকে নিরাপদ থাকার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন