
		ভিয়েতনামে নৌকাডুবিতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানায় ভিয়েতনামের হালং বে-এ এলাকায় একটি পর্যটক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় ১৯ জুলাই শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম ।
ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে মোট ৫৩ জন ছিলেন, যার মধ্যে ৪৮ জন পর্যটক ও ৫ জন ক্রু সদস্য রয়েছেন। এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এখনও জানানো হয়নি।
ভিএন এক্সপ্রেস জানায়, স্থানীয় সময় দুপুর ১.৩০টার দিকে (ইস্টার্ন টাইম ভোর ২.৩০টা) ‘ওয়ান্ডার সি’ নামের জাহাজটি একটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সংবাদমাধ্যমটি কুয়াং নিন প্রদেশের পিপলস কমিটির বরাত দিয়ে জানায়, দুর্ঘটনার পর জাহাজটির জিপিএস সংকেত বন্ধ হয়ে যায়।
নৌবাহিনী, সীমান্ত রক্ষী, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ-সহ মোট ২৭টি নৌযান ও দুটি উদ্ধার নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, ভারী বৃষ্টি ও রাতের অন্ধকারে দৃষ্টিসীমা সীমিত থাকায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে ভিএন এক্সপ্রেস।
হালং বে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রায় ১,৬০০ চুনাপাথরের দ্বীপ ও ক্ষুদ্র দ্বীপ হিসেবে বেশ পরিচিত।
মন্তব্য করুন