
		বিশ্বের বিভিন্ন এশীয় দেশের পাসপোর্ট যেখানে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, সেখানে পাকিস্তানের পাসপোর্ট এখনও বিশ্বের ‘দুর্বলতম’ পাসপোর্টের তালিকায় রয়ে গেছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তানিদের জন্য ভিসা ছাড়া ভ্রমণযোগ্য গন্তব্যের সংখ্যা মাত্র ৩২টি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।
তবে সামান্য উন্নতি হয়েছে পাকিস্তানের অবস্থানে। তালিকায় পাকিস্তান এখন ৯৬তম স্থানে রয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের চেয়ে সামান্য উপরে। ২০২৪ সালে পাকিস্তান ইয়েমেনের সঙ্গে মিলে টানা চার বছর বিশ্বের চতুর্থ সর্বনিম্ন অবস্থানে ছিল।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ১৯৯টি দেশের পাসপোর্টের ভিসা-মুক্ত প্রবেশাধিকার ২২৭টি গন্তব্যের সঙ্গে তুলনা করে র্যাঙ্কিং করে। ভিসা ছাড়া, আগমনের পর ভিসা (VOA), ভিজিটর পারমিট বা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি (ETA) থাকলে ১ পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে আগাম ই-ভিসা বা অনুমোদিত ভিসা নিতে হলে ০ পয়েন্ট হিসেবে ধরা হয়।
প্রতিটি পাসপোর্টের মোট স্কোর নির্ধারণ করা হয়, কতটি গন্তব্যে পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারবে তার ভিত্তিতে।
তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন তৃতীয় অবস্থান ভাগাভাগি করছে। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। নিউ জিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড পঞ্চম অবস্থানে রয়েছে।
তালিকায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জানুয়ারির তুলনায় এক ধাপ করে নিচে নেমেছে। এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল যুক্তরাজ্য (২০১৫) ও যুক্তরাষ্ট্রের (২০১৪), যা এখন যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন