মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সম্পর্কে নতুন মোড়

হঠাৎ যে কারণে মালদ্বীপ সফরে নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৭:৩০ এএম

মালদ্বীপ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে দেশটিকে ৫৬ কোটি ৬৫ লাখ ডলারের ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন মোদি। সেখানে মোদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। শুক্রবার শুরু হওয়া দুদিনের এ সফরে মোদি মালদ্বীপের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের চেষ্টা করেন। এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে চীনের সঙ্গে প্রভাব বিস্তার নিয়ে ভারতের প্রতিযোগিতা চলছে।

গত বছর ভারত-বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকে মালদ্বীপ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে বলে নয়া দিল্লি উদ্বিগ্ন। ক্ষমতায় এসেই মুইজ্জু প্রথমে চীন সফর করে কূটনৈতিক রীতিভঙ্গ করেছিলেন।

এরপর তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর একটি ছোট দলকে প্রত্যাহারে বাধ্য করেন। এই দলটি দুটি উদ্ধার হেলিকপ্টার ও একটি গোয়েন্দা বিমান পরিচালনা করছিল। এসব ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও, পরবর্তীতে মালদ্বীপের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারত এগিয়ে আসে। পর্যটননির্ভর মালদ্বীপ যখন বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে ছিল, তখন ভারত আর্থিক সহায়তা দিয়ে সংকট কাটাতে সাহায্য করে।

সম্প্রতি মুইজ্জু তার ভারত-বিরোধী বক্তব্য শিথিল করেছেন এবং গত বছর দুই বার মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। শুক্রবার তিনি জানিয়েছেন, ভারতের এই আর্থিক সহায়তা মালদ্বীপের নিরাপত্তা বাহিনী শক্তিশালীকরণসহ স্বাস্থ্য, আবাসন ও শিক্ষাখাতের উন্নয়নে কাজে লাগানো হবে।

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি শনিবার দেশটি ত্যাগ করেন। তিনি ভারতে বসেই হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী