মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিউইয়র্কের ম্যানহাটানে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশসহ নিহত ৫

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত। তার নাম দিদারুল ইসলাম। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেছেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এ বন্দুক হামলা হয়। নিহতদের মধ্যে রয়েছেন হামলাকারীসহ একজন পুলিশ কর্মকর্তা, তিনজন বেসামরিক মানুষ। নিহত পুলিশ কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের স্ত্রী গর্ভবতী। মেয়র বলেন, ‘দিদারুল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তিনি মানুষের জীবন রক্ষা করছিলেন; নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন।’ গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলটি এখন পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে। ঘটনাস্থল ছিল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিট। এ ঘটনায় একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন, তবে তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

পুলিশ কমিশনার জেসিকা টিসচ এক্সে পোস্টে জানিয়েছেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আঘাত’ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র। যদিও নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পরবর্তী সময় বলেন, তিনি একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করতে পারছেন না।

ম্যানহাটানের বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটনাটি ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে প্রত্যক্ষদর্শী একজন নারী জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি তখন পাশেই ছিলাম। তিনি (বন্দুকধারী) একের পর এক ফ্লোরে ঘুরছিলেন। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো করা হয়েছে। আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক ও উৎসুক জনতাকে দূরে সরিয়ে দিয়েছে। ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। যদিও তাঁর নাম-পরিচয় এখনো জানানো হয়নি। এক্সে পোস্ট দিয়ে পুলিশ কমিশনার জেসিকা টিসচ লেখেন, এ মুহূর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী