মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হঠাৎ যে কারণে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম

দু’দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে বলে আশা করছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন,পাকিস্তান এই গুরুত্বপূর্ণ সফরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছে। ২ আগস্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শাহবাজ শরিফ এ তথ্য জানান।

সামাজিক মাধ্যমে শাহবাজ শরিফ লেখেন, আমার ভাই, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মহামান্য ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে তার সরকারি সফরে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা এই গুরুত্বপূর্ণ সফরে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছি যা পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে। এর আগে শনিবার সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানানোর পর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন, পাকিস্তান এবং ইরান দুটি দেহে এক আত্মা।

প্রসঙ্গত, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে পৌঁছেছেন। সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। পেজেশকিয়ানের আগমনের পর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এবং লাহোরে ইরানের কনসাল জেনারেল তাকে স্বাগত জানান। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শেষবার ২৬ মে ইরান সফর করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী