মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাশিয়ায় ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত, ৬ কিলোমিটার উঁচুতে ছাইয়ের কুণ্ডলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:১০ এএম

দীর্ঘদিন পর বিরল ঘটনা এবং অভিজ্ঞতার স্বাক্ষী হলো রাশিয়ার মানুষ। দেশটির কামস্কটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সুনামির পর ওই এলাকায় একটি আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত হয়েছে। ৩ আগষ্ট রোববার ক্রাশেনিনিকভ নামের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হয় ছয় কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডুলী। গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে রাশিয়ার পূর্বাঞ্চলে।

বিজ্ঞানীদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পের প্রভাবে ৬০০ বছর পর প্রথমবারের মতো ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অবস্থান কামস্কটকা উপদ্বীপে। সেখানে এটিসহ বেশ কিছু আগ্নেয়গিরি রয়েছে। এসব আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হলে তা মোকাবিলার জন্য বিশেষ একটি সংস্থা রয়েছে। সেটির কামস্কাটকা ভলকানিক ইরাপশন টিম।

সংস্থাটির প্রধান ওলগা গিরিনা রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে বলেন, ৬০০ বছর পর ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। ইতিহাসে প্রথমবার প্রমাণিত অগ্ন্যুৎপাতের ঘটনা এটি। এর আগে রাশিয়ার কামস্কটকা উপদ্বীপে গত বুধবার ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। ১৯৫২ সালের পর ওই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পটি এত শক্তিশালী ছিল যে ফ্রেঞ্চ পলিনেশিয়া থেকে চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের পরপরই কামস্কটকায় সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লুচেভস্কয়েতে অগ্ন্যুৎপাত হয়। ওলগা গিরিনার মতে, ক্রাশেনিনিকভে অগ্ন্যুৎপাতের পেছনেও কারণ ছিল ভূমিকম্পের প্রভাব।

রাশিয়ার জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির উচ্চতা ১ হাজার ৮৫৬ মিটার। গতকাল অগ্ন্যুৎপাতের পর সেখানে সর্বোচ্চ ছয় কিলোমিটার উঁচুতে ছাই উড়তে দেখা যায়। ছাইয়ের কুণ্ডুলী পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল। তবে আশপাশে কোনো জনবসতি না থাকায় আশঙ্কার কিছু নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী