মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফ্রান্সে দাবানলে পুড়লো ৪২ হাজার একর এলাকা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

ভয়াবহ দাবানলের কবলে পরেছে ফ্রান্স। দেশটির দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের দাবানলের ঘটনা ঘটেছে। দাবানলে এখন পর্যন্ত ৪২ হাজার একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। ৮ আগস্ট শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্যারিস শহরের থেকেও বড় ওই দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তীব্র গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নেভাতে কাজ করছেন। মূলত, গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছাকাছি থেকে শুরু হওয়া দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র গরম, শুকনো গাছপালা এবং প্রবল বাতাস দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।

গণমাধ্যম জানায় দাবানলে একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আগুন নেভাতে কাজ করছে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন ও পানিবাহী বিমান। আগুনের প্রভাবে জোনকিয়ের গ্রামের প্রায় ৮০ শতাংশ এলাকা পুড়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু দাবানলকে ‘অভূতপূর্ব দুর্যোগ’ বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, এর পেছনে জলবায়ু পরিবর্তন ও খরা অন্যতম প্রভাবক। ফরাসি পরিবেশমন্ত্রীও একই মত প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্থানীয় বাসিন্দাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বলেন, রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী