মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী উরিবে’র মৃত্যু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:০৭ এএম

অবশেষে মারা গেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে। স্থানীয় সময় ১১ আগস্ট সোমবার রাত ১টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয়। গত ৭ জুন বোগোটায় ২০২৬ সালের নির্বাচনে নিজ দলের মনোনয়ন পেতে প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হোন তিনি।

উরিবে কলম্বিয়ার রক্ষণশীল বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের একজন সদস্য ছিলেন। তার স্ত্রী মারিয়া ক্লাউডিয়া তারাজোনা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে লেখেন, ঈশ্বর যেন আমাকে তোমাকে ছাড়া বাঁচতে শেখার পথ দেখান। শান্তিতে থেকো, আমার জীবনের ভালোবাসা, আমি আমাদের সন্তানদের যত্ন নেব।

গত সপ্তাহে রাজধানীর সান্তা ফে ফাউন্ডেশন হাসপাতাল জানিয়েছিল, স্নায়ুতন্ত্রে রক্তক্ষরণের কারণে উরিবের অবস্থা অবনতির দিকে গেছে। দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে এক্স-এ লিখেছেন, অশুভ শক্তি সবকিছু ধ্বংস করে দেয়; তার সব আশা শেষ করে দিয়েছে।

গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ওই গুলির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৫ বছরের এক কিশোরও আছে-যে গুলি চালিয়েছিল বলে অভিযোগ আছে। পুলিশ বলছে, হামলার মূল পরিকল্পনাকারীদের খোঁজ এখনো চলছে। ওই কিশোর গ্রেফতারের সময় জানিয়েছিল, তাকে স্থানীয় এক মাদক ব্যবসায়ী ভাড়া করেছিল।

জানা যায়, ২৫ বছর বয়সে বোগোটা সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন উরিবে, যেখানে তিনি তখনকার মেয়র গুস্তাভো পেত্রোর (বর্তমান প্রেসিডেন্ট) কঠোর সমালোচক ছিলেন। ২০২২ সালের নির্বাচনে তিনি সেনেটে ডেমোক্র্যাটিক সেন্টারের তালিকায় শীর্ষে ছিলেন। স্ত্রী, এক ছেলে, দুই সৎ মেয়ে ছাড়াও বাবা ও বোন রেখে গেছেন উরিবে।

প্রসঙ্গত, উরিবের পরিবারের ইতিহাসও রক্তাক্ত। তার মা, সাংবাদিক ডায়ানা তুরবাই, ১৯৯১ সালে মেদেলিন কার্টেলের হাতে অপহরণের পর ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী