
		মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির নির্বাচনের তারিখ ঘোষণা করেছেণ। ওই ঘোষণা অনুযায়ি আগামী আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১৮ আগষ্ট সোমবার এ ঘোষণা দেয়া হয়।
তবে সংশ্লিষ্টরা বলছেন এমন সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, যখন দেশজুড়ে চলছে গৃহযুদ্ধ। দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নেই জান্তার। জান্তা সরকারের অধীনে এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও নানা শঙ্কা রয়েছে।
গতকাল নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, পার্লামেন্টে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রোববার শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা।
দেশটিতে এর পর থেকে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী গেরিলাযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সশস্ত্র সংগঠনের সংঘাত চলছে। দেশটির বড় একটি অংশ সরকারবিরোধীদের দখলে রয়েছে। তারা জানিয়ে দিয়েছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় নির্বাচন হতে দেবে না। ২০২০ সালের নভেম্বরে মায়ানমারে শেষ বার পার্লামেন্টের দুই কক্ষের (উচ্চকক্ষ ‘হাউস অফ ন্যাশানালিটিস’ এবং নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েনটেটিভস’) নির্বাচন হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আউং সান সু চি-র দল । কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে এনএলডি সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা। শুরু হয়েছিল চিনের ঘনিষ্ঠ সামরিক জান্তার শাসন। এর পরে গত সাড়ে চার বছরে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠীকে ধারাবাহিক ভাবে নিশানা করেছে মায়ানমার সেনা।
গত নভেম্বর থেকে সে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ গড়ে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন ১০২৭’। যার পরিণামে সে দেশের বড় অংশই জান্তা হাতছাড়া হয়েছে। ঘটনাচক্রে, বিদ্রোহীদের একাংশের পিছনেও চিনের গোপন মদতের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে কোণঠাসা হ্লাইং শেষ পর্যন্ত ভোটের দিন ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর পর্ব মসৃণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। মায়ানমারের নির্বাচনে মোট ৫৫টি রাজনৈতিক দলকে নথিভুক্ত করা হয়েছে বলে সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে।
তিন সপ্তাহ আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার মায়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান জেনারেল মিন আং হ্লাইং জানালেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে সে দেশে সাধারণ নির্বাচন হবে। জান্তার এই ঘোষণাকে সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি এবং গণতন্ত্রপন্থীদের চাপের মুখে পিছু হটার বার্তা বলেই মনে করা হচ্ছে।
মন্তব্য করুন