মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৩, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলার খবর মাঝে মধ্যেই পাওয়া যায়। বিশেষ করে স্কুল এলাকায় সম্প্রতি এ ধরণের ঘটনা অহরহই ঘটছে। এবার জানা গেলো যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীও মারা গেছে। ২৭ আগস্ট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

মিনিয়াপোলিস পুলিশ জানায়, শহরের দক্ষিণাঞ্চলের একটি ক্যাথলিক চার্চ ও স্কুলে বুধবার এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীকে `নিয়ন্ত্রণে আনা হয়েছে'। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলির ঘটনায় আমি ব্রিফড হয়েছি। আরও তথ্য পেলে জানানো হবে।

তিনি আরও বলেন, আমাদের শিশু ও শিক্ষকদের জন্য দুঃখজনক যে শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহেই এ ধরনের সহিংস ঘটনার মুখোমুখি হতে হলো।’শহর কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, বর্তমানে জনগণের জন্য কোনো সক্রিয় হুমকি নেই এবং অভিভাবকেরা সন্তানদের আনতে অ্যানানসিয়েশন স্কুলের পুনর্মিলন জোনে যেতে পারবেন।মিনেসোটা’র বৃহত্তম জরুরি বিভাগ পরিচালনাকারী হেনেপিন হেলথকেয়ার জানিয়েছে, তারা ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এফবিআই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং হোয়াইট হাউস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সবাইকে অনুরোধ করছি, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী