মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ক্যারিবিয়ান উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করলো ভেনেজুয়েলা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম

মাদক পাচার ঠেকাতে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠানোর পর এবার ভেনেজুয়েলাও উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েনের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নির্দেশ দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত মঙ্গলবার এক ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশটির ক্যারিবিয়ান উপকূলে ড্রোন মোতায়েন এবং নৌ-টহলের ঘোষণা দেন। তিনি আরো বলেন, আঞ্চলিক জলসীমার উত্তর দিকে আরো বৃহত্তর জাহাজ মোতায়েন করা হবে। গত সপ্তাহে আমেরিকা ভেনেজুয়েলার উপকূলে তিনটি যুদ্ধজাহাজের একটি উভচর স্কোয়াড্রন মোতায়েন করে। যেটাকে ল্যাটিন আমেরিকার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করেছে ওয়াশিংটন।

এর আগে সোমবার সংবাদমাধ্যমগুলো জানায়, আমেরিকার গাইডেড মিসাইল ক্রুজার এবং পরমাণু-চালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন- এ দুই জাহাজ ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এই বহরে রয়েছে প্রায় চার হাজার ৫০০ ইউএস সেনা, যার মধ্যে রয়েছেন দুই হাজার ২০০ মেরিন সদস্য।

গত সপ্তাহে ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচার এবং মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এর পরই এই অভিযান শুরু করে আমেরিকার নৌবাহিনী। সম্প্রতি ওয়াশিংটন মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাদুরোকে ধরতে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ২৫ মিলিয়ন ডলার থেকে ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী