
		পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে পোল্যান্ডে সামরিক মহড়া চলাকালে মার্কিন তৈরি একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানায় ২৮ আগস্ট দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশযানটি। মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। জানা যায়নি দুর্ঘটনার কারণও। গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০৩ সালে এফ-সিক্সটিন মডেলের যুদ্ধবিমান কেনে পোল্যান্ড।
মন্তব্য করুন