মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ট্রাম্প দৌরাত্ম্যে পর্যটনখাতে ঘাটতি যুক্তরাষ্ট্রের, ক্ষতির সম্ভাবনা ১২.৫ বিলিয়ন ডলার  

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

ভ্রমণ ও পর্যটন খাত যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় ৩ শতাংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি ভিসা জটিলতা, কঠোর অভিবাসন নীতির কারণে বিদেশিরা দেশটিতে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন বলে বিশেষজ্ঞদের ধারণা।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের হিসাব অনুযায়ী, পর্যটক কমায় যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে প্রায় ১২.৫ বিলিয়ন ডলার। উল্টোদিকে, মার্কিন নাগরিকদের বিদেশ ভ্রমণ বেড়েছে ২.৯ শতাংশ।

মার্কিন বাণিজ্য বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর বিদেশি পর্যটক আগমন গড়ে ৩.৮ শতাংশ কমেছে, সংখ্যায় প্রায় ১৩ লাখ।

ইস্টার ছুটির সময়কালে এপ্রিল মাসে কিছুটা পর্যটক বাড়লেও পুরো গ্রীষ্মকালীন চিত্রটি ছিল ভিন্ন। ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতিটি মাসেই ধারাবাহিকভাবে বিদেশি পর্যটনে পতন লক্ষ্য করা যাচ্ছে।

সবচেয়ে বেশি পতন দেখা গেছে কানাডা থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে। কানাডার রপ্তানির ওপর শুল্ক আরোপ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক কানাডীয় নাগরিক যুক্তরাষ্ট্র সফর থেকে বিরত থাকছেন বলে মত দেন বিশ্লেষকরা। পশ্চিম ইউরোপেও দেখা গেছে একই চিত্র।

ওয়াশিংটন ডিসি ভ্রমণে আসা ব্রাজিলের নাগরিক লুইজ ফ্রানসিনে আল জাজিরাকে বলেন, “সবাই আতঙ্কিত, ভীত। অভিবাসন নিয়ে অতিরিক্ত রাজনীতি হচ্ছে।”

যুক্তরাষ্ট্রে নতুন চালু হচ্ছে ২৫০ ডলারের ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’, যা ভারত, ব্রাজিল, চীনসহ কয়েকটি দেশের নাগরিকের জন্য প্রযোজ্য। এর ফলে বেড়ে গেছে আন্তর্জাতিক ভ্রমণ খরচ। হ্রাস পেয়েছে ভারত ও চীন থেকে ভ্রমণকারীর সংখ্যা ।

তবে ফ্লোরিডার অরল্যান্ডো ও টাম্পা পর্যটনকেন্দ্রগুলো আগের চেয়ে বেশি বিদেশি পর্যটক আকর্ষণ করেছে, যা জাতীয় পর্যায়ে পতন কিছুটা সামাল দিয়েছে। মেক্সিকো থেকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এছাড়া ২০২৪ সালে বিদেশে যাওয়া মার্কিন নাগরিকের সংখ্যা বিদেশি পর্যটকের তুলনায় ২২ শতাংশ বেশি ছিল, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে। অর্থনীতিবিদরা বলছেন, এই বৈষম্য প্রশাসনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিদেশি পর্যটকের ব্যয় ১৬৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে, যা ২০২৪ সালের ১৮১ বিলিয়ন ডলারের তুলনায় কম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী