মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী

দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে ভারত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। বিশেষ করে রাশিয়ার তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় রাশিয়া-চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। তবে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মনে করছেন দেশটি কয়েক মাসের মধ্যেই ক্ষমা চেয়ে আলোচনার টেবিলে ফিরবে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে যে আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে।

ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, নয়াদিল্লি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ওপর তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্র) স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।এর আগে, সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।

পোস্টে এসসিও সম্মেলনে একসঙ্গে থাকা জিনপিং, পুতিন ও মোদির একটি ছবিও যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী