
		সকল মুসলিম দেশকে একত্রিত হয়ে ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে পরিচালিত অপরাধ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এসব কথা বলেছেন। কাতারের রাজধানী দোহায় আয়োজিত আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ সব কথা বলেন।
জরুরি এই সম্মেলনটি ৯ সেপ্টেম্বর দোহার হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় একটি আনুষ্ঠানিক জবাব নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। ওই হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার চেষ্টা করা হয়।
পেজেশকিয়ান বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থনে বারবার এই ধরণের বর্বরতা চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে ইসরাইল এ ধরনের অপরাধ করার সাহস পেত না। তিনি বলেন, জায়নিস্ট শাসন একদিকে গাজার নিরস্ত্র জনগণের ওপর অব্যাহত বোমাবর্ষণ চালাচ্ছে, অন্যদিকে নারী, শিশু ও পুরুষদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি একেবারেই সহ্যযোগ্য নয়।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই আগ্রাসন এমন সময় চালানো হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল এবং হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের কূটনীতি ও মানবাধিকারের দাবি নিয়ে বলেন, এ ধরনের আচরণ মার্কিন ও পশ্চিমা দেশের কূটনৈতিক এবং মানবাধিকারের দাবিকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে।
মন্তব্য করুন