মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কোথায় আছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর অবশেষে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির অবস্থান সম্পর্কে জানা গেছে।

সেনা ব্যারাক ছেড়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন অলি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি সূত্র এ খবর নিশ্চিত করলেও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

নেপালি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভক্তপুরে তার ব্যক্তিগত বাড়িতে গেছেন অলি।

বিক্ষোভকারীরা অলির পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনি সরকারি বাসভবনে অবস্থান নেন। এ অবস্থায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছিল। পরবর্তী ৯ দিন সেনাবাহিনীর হেফাজতে ছিলেন তিনি।

কেপি শর্মা অলি ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রচণ্ড, শের বাহাদুর দিউবা, ঝালা নাথ খানাল এবং মাধব কুমারসহ বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছিল।

তাদের মধ্যে শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দিউবা এখনো সেনা হেফাজতে আছেন। বিক্ষোভকারীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে আটকে রেখেছিল। পরে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে আসে। তাদের ছাড়া বাকি সবাই ইতিমধ্যে সেনা ব্যারাক থেকে বেরিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী