
		মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের জরুরি বৈঠকে ডেকেছেন। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এ বৈঠক হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। খবর আল জাজিরার।
ইতোমধ্যে অবশ্য জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের এভাবে তলব করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, ট্রাম্প সেটিকে গুরুত্ব দিতে চাননি। তিনি সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন রাখেন, এটা এতো বড় ব্যাপার কেন? আমরা যদি জেনারেল আর অ্যাডমিরালদের সাথে ভালো সম্পর্ক রাখি, এতে ক্ষতি কোথায়? আমি তো শান্তির প্রেসিডেন্ট। সম্পর্ক ভালো থাকা ভালোই।’
এতো অল্প সময়ের নোটিশে কেনো ভার্জিনিয়ায় জেনারেল এবং অ্যাডমিরালদের তলব করলেন অথবা বৈঠকের এজেন্ডা কী, তা স্পষ্ট নয়। প্রতিরক্ষামন্ত্রী পার্নেল বৈঠক সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধমন্ত্রী আগামী সপ্তাহের শুরুতে তার ঊর্ধ্বতন সামরিক নেতাদের সামনে বক্তব্য রাখবেন।
মার্কিন সেনাবাহিনীতে প্রায় ৮০০ জেনারেল এবং অ্যাডমিরাল রয়েছেন। তাদের মধ্যে অনেকে হাজার হাজার সেনার দায়িত্বে থাকেন, যাদের অনেকেই সংবেদনশীল বিদেশি ঘাঁটিতে কর্মরত। সাধারণত এসব কর্মকর্তাদের সময়সূচি কয়েক সপ্তাহ আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে।
এক সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এখন সবাই তাদের সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন তাদের সেখানে যাওয়া বাধ্যতামূলক কি না। এরআগে বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বৈঠককে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানান। তিনি বলেন, আমি এটা পছন্দ করি। আমার কাছে দারুণ মনে হচ্ছে। জেনারেল আর অ্যাডমিরালদের সোথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো।
মন্তব্য করুন