মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জনসভায় প্রাণহানিতে থালাপতি বিজয়ের কাতর শোকবার্তা 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়।

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।’ তিনি আরও লেখেন, ‘কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

স্টালিন জানিয়েছেন, ৩৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে। এছাড়া ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন। জরুরি সেবার অংশ হিসেবে তিরুচিরাপল্লি ও সেলেম জেলা থেকে অন্তত ৪৪ জন চিকিৎসক কারুরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয়। অনুমতি ছিল প্রায় ৩০ হাজার লোক সমাগমের, তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ৬০ হাজারেরও বেশি মানুষ সেখানে ভিড় করেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে মঞ্চের দিকে ধাবিত হন বিজয়কে এক নজর দেখার জন্য। মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান, শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন। বিজয় বক্তৃতা মাঝপথে বন্ধ করতে বাধ্য হন এবং পুলিশকে সহায়তার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী
যে অভিযোগে গ্রেপ্তার ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবী